du

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি পরীক্ষার খুটিনটি

বিশ্ববিদ্যালয় ভর্তি

ভর্তি পরীক্ষার আর কয়েকমাস বাকি  । বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা সবাই তাদের নিজ নিজ প্রস্তুতি নিয়ে ব্যস্ত । বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ন অংশ হল প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুটিনাটি বিষয় জানা । কারন সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ম ও বিষয় এক নয় । আবার কিছু বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হয় । তাই তোমাদের ভর্তি প্রস্তুতিকে আরো বেগবান করতে আমরা তৈরি করছি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সার্কুলার রিভিউ। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের খুটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজি অনুষদ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। স্নাতক (সম্মান) প্রােগ্রামে ফার্মেসী অনুষদে ৫ (পাঁচ) বছর মেয়াদী এবং অন্যান্য অনুষদ ও ইনস্টিটিউট-এ ৪ (চার) বছর মেয়াদী।

ঢাবি ক ইউনিট ভর্তি টাইমলাইন
অনলাইন আবেদনের তারিখ শুরু: 

অনলাইন আবেদনের তারিখ শেষ:

ক ইউনিট ভর্তি পরীক্ষা :

প্রবেশপত্র ডাউনলোডের তারিখ শুরু:

ভর্তি ফি: ৪৫০

আবেদনের লিংক:   http://admission.eis.du.ac.bd/

বিজ্ঞান,ফার্মেসী,জীববিজ্ঞান,ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ সহ মোট ১০ টা অনুষদে ১৭৯৫ টা আসনের বিপরীতে ক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের ন্যূনতম যোগ্যতা

প্রার্থীকে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালের বাংলাদেশের যেকোনাে শিক্ষা বাের্ডের বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা বাের্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা বিজ্ঞান শাখায় IAL/A-Level বা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বা সমমানের) গ্রেডভিত্তিক পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম ৩.৫ জিপিএসহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০ হতে হবে।

ক ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন

 • ভর্তি পরীক্ষায় MCQ এবং লিখিত পরীক্ষার প্রশ্ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি অনুযায়ী হবে এবং  প্রত্যেক প্রার্থীকে পদার্থবিজ্ঞান ও রসায়নসহ মােট ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের জন্য মােট নম্বর ৩০।
 •  এমসিকিউ (MCQ) অংশে প্রতি বিষয়ের জন্য ১৮.৭৫ এবং লিখিত পরীক্ষায় প্রতি বিষয়ের জন্য ১১.২৫ বরাদ্দ থাকবে।
 • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে।
 • যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছে তারা এ সকল বিষয়ে পরীক্ষা দিবে। তবে কোনাে প্রার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনাে একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে।।

 MCQ পরীক্ষার মান বন্টন:

MCQ অংশে মােট নম্বর ৭৫ (৪টি বিষয়ের উত্তর করতে হবে এবং সময় ৫০ মিনিট)

পদার্থ বিজ্ঞান (আবশ্যিক) (১৫ x ১.২৫) ১৮.৭৫
রসায়ন (আবশ্যিক) (১৫ x ১.২৫) ১৮.৭৫
গণিত (১৫ x ১.২৫) ১৮.৭৫
জীববিজ্ঞান (১৫ x ১.২৫) ১৮.৭৫
বাংলা (১৫ x ১.২৫) ১৮.৭৫
ইংরেজি (১৫ x ১.২৫) ১৮.৭৫
মোট ৭৫

বিশেষ দ্রষ্টব্য : যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে উপযুক্ত ৪টি বিষয়ের মধ্যে যেসব বিষয় (সর্বোচ্চ দু’টি) অধ্যয়ন করেনি, তাদেরকে সেগুলাের পরিবর্তে বাংলা অথবা/এবং ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়ে মােট চারটি বিষয় পূরণ করতে হবে।

লিখিত পরীক্ষার মান বন্টন

লিখিত অংশে মােট নম্বর ৪৫ এবং সময় ৪০ মিনিট। প্রতিটি বিষয়ে মােট নম্বর ১১.২৫। প্রতিটি প্রশ্নের মান ২ থেকে ৫ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে।

ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষার পাশ নম্বর

ভর্তি পরীক্ষার MCQ অংশের পাস নম্বর ৩০। উল্লেখ্য, MCQ পরীক্ষায় ৩০ নম্বর পেলেই কেবল লিখিত পরীক্ষার
উত্তরপত্রের মূল্যায়নের যােগ্যতা অর্জন করবে। লিখিত পরীক্ষায় পাস নম্বর ১২। তবে MCQ এবং লিখিতসহ মােট পাস নম্বর ৪৮। যারা ৪৮ এর কম নম্বর পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ‘ক’ ইউনিট এর মােট আসনের কমপক্ষে ৫ গুণ লিখিত উত্তরপত্র মূল্যায়ন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট প্রশ্নব্যাংক ডাউনলোড করুন

মেধাস্কোর ও মেধাক্রম

 •  মােট ২০০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের অর্জিত মেধাস্কোরের ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে। এজন্য
  মাধ্যমিক/o-Level বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত জিপিএকে ৬ দিয়ে গুণ; উচ্চ মাধ্যমিক/A-Level বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত জিপিএকে ১০ দিয়ে গুণ করে এই দুইয়ের যােগফল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যােগ দিয়ে ২০০ নম্বরের মধ্যে মেধাস্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে।
 • মেধাস্কোর সমান হলে নিম্নলিখিত ক্রমানুসারে মেধাক্রম তৈরি করা হবে :
   1. ভর্তি পরীক্ষায় প্রাপ্ত স্কোর
   2.  HSC/সমমানের পরীক্ষায় প্রাপ্ত GPA without 4th subject
   3. HSC/সমমানের পরীক্ষায় প্রাপ্ত GPA with 4″ Subject
   4. SSC/সমমানের পরীক্ষায় প্রাপ্ত GPA with 4″ Subject
   5. HSC/সমমানের পরীক্ষায় চারটি বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত GP এর যােগফল।
 •  O-Level এবং A-Level পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের গ্রেড পয়েন্ট নিম্নরূপ ধরে জিপিএ হিসাব করা হবে;  A=5.0 B= 4.0 C=3.5
 • যারা ভর্তি পরীক্ষায় ৪৮-এর কম নম্বর পাবে তাদের মেধাস্কোর হিসাব করা হবে না।
 • মেধাস্কোরের ভিত্তিতে নির্ণীত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার পর ৪ (চার)
  সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েব সাইটেও (http://admission.eis.du.ac.bd) পাওয়া যাবে। এছাড়া এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি বিজ্ঞপ্তিভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *