sust

শাবিপ্রবি প্রশ্নব্যাংক ফ্রি পিডিএফ – SUST QUESTION BANK PDF

বিশ্ববিদ্যালয় ভর্তি বই ডাউনলোড বিশ্ববিদ্যালয় ভর্তি

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে যত কথা-

বাংলাদেশের প্রথম এবং এশিয়ার শ্রেষ্ঠ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশের শিক্ষাঙ্গনে অন্যতম আলোচিত নাম সাস্ট। শিক্ষা, গবেষণা, রোবোটিক্স আর প্রোগ্রামিংয়ে সারা বিশ্বে উল্লেখযোগ্য অবদান রাখছে সাস্ট।

প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি সিলেটে, মেঘের দেশে, বৃষ্টির শহরে সবাইকে নিমন্ত্রণ। ভালোবাসার অন্য নাম এক কিলো রাস্তায় কোনো এক সন্ধ্যায় নিশ্চয়ই আড্ডা হবে। গানের আসর জমবে টং দোকানে। ১০১ টা সিঁড়ি বেয়ে নিশ্চয়ই দেখা হবে শহীদ মিনারে। আইআইসিটি বিল্ডিং আর লালবাস তোমাদের অপেক্ষায়।

শাবিপ্রবি প্রশ্নব্যাংক ও ভর্তি সহায়িকা ফ্রি ডাউনলোড করে নাও –

ডাউনলোড বি – ইউনিট

ডাউনলোড এ-ইউনিট

#শাহাজালাল_বিজ্ঞান_ও_প্রযুক্তি_বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিস্তারিত (এটা গতবছরের সার্কুলার)

★★ ইউনিটের সাবজেক্ট ও সীট সংখ্যাঃ
#A ইউনিটঃ (বিজ্ঞান+ মানবিক + বানিজ্য)
অর্থনীতি(৪০+২০+৬=৬৬),
সমাজবিজ্ঞান(৩০+৩০+৬=৬৬),
পলিটিকাল স্টাডিজ(২০+৪০+৬=৬৬),
লোকপ্রশাসন(২০+৪০+৬=৬৬),
নৃবিজ্ঞান(২০+৪০+৬=৬৬),
সমাজকর্ম(২৫+৩৫+৬=৬৬),
ব্যবসায় প্রশাসন(৩০+১০+৩৫=৭৫),
বাংলা(৫+৬০+৬=৭১),
ইংরেজি(৩০+৩৫+৬=৭১)।
টোটাল (২২০+৩১০+৮৩=৬১৩)
#B ইউনিট, গ্রুপ 1:
পদার্থবিজ্ঞান(৬৫), রসায়ন(৬৫), গনিত(৮০), পরিসংখ্যান(৮০), CSE(১০০), কেমিকেল ইঞ্জিনিয়ারিং & পলিমার সাইন্স(৫০), ইন্ডাস্ট্রিয়াল & প্রডাকশন ইঞ্জিনিয়ারিং(৫০), CEE(৫০), EEE(৫০), ফুড ইঞ্জিনিয়ারিং & টি টেকনোলজি(৪০), পেট্রোলিয়াম & মাইনিং ইঞ্জিনিয়ারিং(৩৫), ভূগোল ও পরিবেশ(৫০), MEE(৩৫), সমুদ্রবিজ্ঞান(৩০), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং(৫০), জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং & বায়োটেকনোলজি(৩৫), বায়োকেমিস্ট্রি & মলিকুলার বায়োলজি(৩০), ফরেস্টি & এনভায়রনমেন্ট সাইন্স(৫৫)।
টোটাল ৯৫০

FB IMG 1604826401881
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার সহায়ক বই

★ B ইউনিট, গ্রুপ 2:
আর্কিটেকচার(৩০)
★ উপরের উল্লেখিত আসনসংখ্যা ছাড়াও মুক্তিযোদ্ধার সন্তান ২৮ জন, ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর/আদিবাসী ২৮ জন, প্রতিবন্ধী ১৪ জন, পৌষ্য ২০ জন, BKSP ৬ জনের জন্য সর্বমোট ৯৬ টি আসন সংরক্ষিত আছে।
★ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফোরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ অথবা রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষা ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির সুযোগ পাবে। সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির ব্যাপারে ভর্তি কমিটির সুপারিশ বিবেচিত হবে।
★★ আবেদনের যোগ্যতাঃ
** উচ্চমাধ্যমিকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা A ও B ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
** উচ্চমাধ্যমিকে মানবিক ও বানিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র A ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
** A ইউনিটে আবেদনকারীর এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ পয়েন্টসহ সর্বমোট ৬.৫০ পয়েন্ট থাকতে হবে।
** B ইউনিটে আবেদনকারীর এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ পয়েন্টসহ সর্বমোট ৭.০০ পয়েন্ট থাকতে হবে।
★ বিষয়গত যোগ্যতাঃ (উচ্চমাধ্যমিকে যেসব বিষয়ে নূন্যতম ৩.৫ থাকতে হবে)
PHY, CSE, IPE, ARC, EEE, MEE, SWE: পদার্থবিজ্ঞান,গণিত
CEE, PME, OCG: পদার্থবিজ্ঞান,রসায়ন এবং গণিত
CHE, CEP: রসায়ন এবং গণিত
GEB, BMB, FET: জীববিজ্ঞান, রসায়ন এবং গণিত
MAT, STA: গণিত
GEE, FES: জীববিজ্ঞান এবং গণিত
SOC, SCW, PSS, PAD, ANP: সমাজবিজ্ঞান/পৌরনীতি/যুক্তিবিদ্যা/অর্থনীতি/সমাজকল্যাণ/বাণিজ্যিক ভূগোল/ইংরেজি/বানিজ্য অথবা বিজ্ঞান শাখার যে কোন বিষয়
ECO: অর্থনীতি/গণিত/পরিসংখ্যান/অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল/ইংরেজি
BUS: অর্থনীতি/গণিত/পরিসংখ্যান/ইংরেজি অথবা বিজ্ঞান বা বাণিজ্য শাখার যে কোন বিষয়
ENG: ইংরেজি
BNG: বাংলা
★ আবেদন এর সময়সীমাঃ ১৫ই অক্টোবর সকাল ১০ টা থেকে ৪ নভেম্বর রাত ১১.৫৯ পর্যন্ত।
★ আবেদন ফিঃ
এ ইউনিট ৮০০
বি১ ইউনিট ৮০০
বি২ ইউনিট ৯০০
★★ মানবন্টন ও শর্তঃ
★ A1 ইউনিটঃ (A ইউনিটের সকল বিষয়)
→বিজ্ঞান শাখাঃ ইংরেজি ২০, বাংলা ১০, পদার্থবিজ্ঞান ১০, রসায়ন ১০, গণিত/জীববিজ্ঞান ১০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গে) ১০ নাম্বার। সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
→মানবিক শাখাঃ ইংরেজি ২০, বাংলা ১০, অর্থনীতি,পৌরনীতি,যুক্তিবিদ্যা,সমাজবিজ্ঞান,সমাজকল্যাণ,ইতিহাস ও ইসলামের ইতিহাস সম্পর্কিত প্রশ্নাবলি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গে) ৩০,মাধ্যমিক পর্যায়ের সাধারণ গণিত ১০ নাম্বার। সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
→বাণিজ্য শাখাঃ ইংরেজি ২০, বাংলা ১০, হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গে) ৩০,মাধ্যমিক পর্যায়ের সাধারণ গণিত ১০ নাম্বার। সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
★ B1 ইউনিটঃ (Group 1 এর সকল বিষয়): ইংরেজি ১০, পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২০, গণিত ২০ নাম্বার। সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
★ B2 ইউনিটঃ (Group 1 এর সকল বিষয় এবং আর্কিটেকচার): ইংরেজি ১০, পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২০, গণিত ২০, ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞান ৩০ নাম্বার। সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট+১ ঘন্টা=২ঘন্টা ৩০ মিনিট
★★ আবেদন প্রক্রিয়াঃ
★ কোনো শিক্ষার্থী দুটি ইউনিটে আবেদন করতে পারবে কিন্তু আলাদা ভাবে আবেদন করতে হবে। একটি সাব ইউনিটে আবেদন করলে অন্যটি তে করা যাবে না।
★ যেকোন টেলিটক নাম্বার থেকে SUST এইচএসসি/সমমান শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর এইচএসসি/সমমান রোল নাম্বার পাশের সন এসএসসি/সমমান শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর এসএসসি/
সমমান রোল নাম্বার পাশের সন ইউনিট লিখে 16222 এই নাম্বারে পাঠাতে হবে। কোটায় আবেদন করতে ইউনিট এর পর কোটার কোড লিখতে হবে।
★ ফিরতি পিন নম্বর সহ আসা এসএমএস অনুসরণ করে মোবাইল নম্বর দিতে হবে। ফি কেটে নিয়ে রোল নম্বর, ইউজার আইডি আর পাসওয়ার্ড দেয়া হবে।
★ sust.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ৩০০*৩০০ পিক্সল ছবি (১০০কেবি এর কম) আপলোড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করে ২ কপি রঙ্গিন প্রিন্ট করতে হবে।
★ কোনো হেল্প এর জন্য 01555555001-4 এই নাম্বারে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কল দিতে পারো।
★ পরিক্ষার আগে www.sust.edu/admission থেকে আসন বিন্যাস জানা যাবে।
★★ ভর্তি পরীক্ষাঃ ১৮ই নভেম্বর
সকাল ৯.৩০- এ ইউনিট
বিকাল ২.৩০ – বি ইউনিট
★★ অন্যান্য শর্তাবলিঃ
★ ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে।
★ A ও B ইউনিটের জন্য ভিন্ন ভিন্ন মেধাতালিকা তৈরী করা হবে।
★ মেধাতালিকার মোট নাম্বারের ৭০% নাম্বার আসবে ভর্তি পরীক্ষা থেকে এবং ৩০% আসবে SSC ও HSC পরীক্ষার ফলাফল থেকে।
★ মেধাতালিকায় অন্তর্ভূক্তির জন্য ন্যূনতম ৪০% নাম্বার পেতে হবে। কোটার ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য।
★ SSC ও HSC পরীক্ষার ফলাফল থেকে নাম্বার প্রস্তুত করার জন্যে নিয়মিতদের ক্ষেত্রে SSC ও HSC তে প্রাপ্ত GPA এর যোগফলকে ৩ দিয়ে এবং অনিয়মিতদের ক্ষেত্রে ২.৭ দিয়ে গুণ করা হবে।(সেকেন্ড টাইমাররা এখানে একটু পিছিয়ে যাবে।) ইম্প্রুভমেন্ট রা অনিয়মিত তাই তাদের ও ২.৭ দ্বারা গুন করা হবে।
★ ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞানের পরীক্ষায় ভর্তিচ্ছু প্রার্থীকে ন্যূনতম ৪০% নাম্বার পেতে হবে।
★ মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের অর্থনীতি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় সাধারণ গণিতে কমপক্ষে ৪০% নাম্বার পেতে হবে এবং ইংরেজি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে কমপক্ষে ৪০% নাম্বার পেতে হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *